top of page

অনলাইন তাজনীদ

📢📢📢 যাঁরা ইতোমধ্যেই ফর্মটি পূরণ করেছেন তাঁদের শুকরিয়া আদায় করছি। আপনাদের নিকটাত্মীয়/নিকটস্থ/পরিচিত ওয়াকফ এ নও সদস্যগণকে ফর্ম পূরণে উৎসাহিত এবং সহযোগিতা করতে বিনীত অনুরোধ করছি। 📢📢📢

🗓️ /// ফর্ম পূরণের বর্ধিত শেষ তারিখ ৩১ জানুয়ারী ২০২২। ///

 

আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 

 

কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সকল (নবজাত শিশু থেকে সর্ব জ্যেষ্ঠ) ওয়াকফ এ নও সদস্যগণের ব্যক্তিগত তথ্যাদি জানতে গুগল ফর্মের মাধ্যমে অনলাইনে বাংলাদেশ ওয়াকফ এ নও দপ্তর উদ্যোগ নিয়েছে। এটি একটি বাৎসরিক কার্যক্রম, যা প্রতি বছর জানুয়ারী মাসে সংগ্রহের উদ্যোগ নেয়া হবে ইনশাল্লাহ।


📕 নির্দেশনা:

অনুগ্রহ করে ফর্মটি ইংরেজিতে পূরণ করুন।

নিচের লিংকে ক্লিক করলেই একটি ফর্ম ওপেন হবে। তারপর ফর্মটি পূরণ করে সাবমিট করুন। আপনি আপনার সংশ্লিষ্ট জামাতের সকল ওয়াকফ এ নও সদস্যগণকে এ ব্যাপারে সহযোগিতা করুন।

🖥️ লিঙ্ক

https://forms.gle/LF3oSQwtJPJDFgsU8

আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

কেন্দ্রীয় ওয়াকফ-এ নও দপ্তর, বাংলাদেশ।

إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

 

‘(স্মরণ কর) ইমরানের এক মহিলা যখন বললো, হে আমার প্রভু-প্রতিপালক! আমার গর্ভে যা আছে একে নিশ্চয় আমি (সংসার) মুক্ত করে তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম। অতএব, তুমি আমার পক্ষ থেকে (একে) গ্রহণ কর, নিশ্চয় তুমিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।'

(সূরা আলে ইমরান, আয়াত ৩৬)

bottom of page